সকলকে নিয়ে চলাই মানুষের ধর্ম

আমাদের গুরু বলেছেন –
“আমি হিন্দু ও নই, মুসলিম ও নই, আমি একজন মানুষ ।
আমার কাজ মানুষ কে ভালোবাসা ।।
তোমরাও মানুষ কে ভালোবাসো ,
কম-জোর মানুষ কে সাথে নিয়ে চলো ।
আমি খুশি থাকবো ।।”
পরম গুরুর এই ভাবনার পরিপ্রেক্ষিতে আমরা “ওয়ারসি পরিবার ” স্থাপন করেছি।
আমরা সকলেই ইতিহাসের পাতায় পড়েছি “আদিম মানুষ” সম্পর্কে। তারা আহারের জন্য জীব হত্যা করলে, সকলে ভাগ করে খেয়ে খুশিতে থাকত। দুঃখের সহিত লিখছি, আজকে আমরা সভ্য জগতে পৌঁছেও অতি সাধারণ মানুষের আহার কেড়ে নিয়ে আমাদের ভবিষ্যত বা নিজের নামটা বড় করে দেখাতে চাইছি। আমাদের মনে হয়, আজকের দিনে আমরা সমাজের সঙ্গে নিজেদের মিলিয়ে দিতে পারলে, এই সমাজ কে নিজের বলে মনে করতে পারলে ‘ করোনা ভাইরাস ‘-এর মত বিপদ এর মোকাবিলা অনেক সহজ হয়ে যেতে পারে। মানুষ এই পৃথিবীতে প্রায় সব থেকে উচ্চ স্তরের প্রাণী। এই যায়গায় কিন্তু মানুষ এমনি এমনি পৌঁছে যায়নি। প্রাকৃতিক নির্বাচনের দ্বারা বিবর্তনের কথা আমরা পড়েছি সবাই। কোনো মানুষ কিন্তু একক ভাবে এই প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়ে শ্রেষ্ঠ প্রাণী হয়ে ওঠেনি। তারা এই নির্বাচনের যোগ্য হয়েছে সংবদ্ধ হয়ে। তাই প্রাকৃতিক নির্বাচনের ফলে প্রকৃতি তার শ্রেষ্ঠ প্রাণী কে বেছে নিলেও যে কোনো শঙ্কটের সময় এই প্রকৃতির সকল প্রান কে বাঁচাতে পারে একমাত্র মানব ধর্মের পথ। বোধহয় এই কারনেই প্রকৃতি তার শ্রেষ্ঠ প্রান কে বেছে নিয়ে তাকে নির্দেশ দেয় সকল প্রান কে রক্ষা করার। আর এই নির্দেশকে অমান্য করার অর্থ ধীরে ধীরে ধ্বংস কেই আলিঙ্গন করা।
আজকের দিনে উচ্চ-সমাজ বলছে , ‘ঈশ্বর-আল্লাহ’ বলে কিছু নেই, বিজ্ঞান-ই শেষ কথা। আমাদের হাতে মোবাইল ফোন আছে, ইন্টারনেট আছে, তাই আমরা সব কিছু করতে পারি।
আবার বৈজ্ঞানিকরা বলছে পরমেশ্বর মালিক আমাদের মাথায় যা দেয় , আমরা তারই বাস্তব রুপ দিই । যদি বিজ্ঞান-ই শেষ কথা হত তা হলে ‘ মা-বাবা ‘-র প্রয়োজন হত না।
‘ করোনা ভাইরাস ‘ এসেছে, আমরা ভাবছি লকডাউন করে বেঁচে যাব।
না! এই ভাবে বাঁচা যায় না, এর সাথে নিজেদের মধ্যে মানবিকতা ফিরিয়ে আনলে তবেই সত্যিকারের বাঁচতে পারবো । আজকের দিনে করোনা ভাইরাস -এর থেকে বড় ‘ ইন্টারনেট ভাইরাস ‘ , একবার যদি ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সারা বিশ্ব থমকে যাবে।
বৈজ্ঞানিকরা ঈশ্বর -এর নিকট দু’হাত জোর করে পার্থণা করছে ” আপনি আমাদের সহায়তা করুন, যাতে আপনার সংসার কে রক্ষা করতে পারি ।” অর্থাৎ তারাও কিন্তু সেই মানব ধর্মের উপরই জোর দিচ্ছেন। হ্যাঁ ‘করোনা ভাইরাস’ এর সাথে লড়তে গেলে সামাজিক দূরত্ব অবলম্বন করা অবশ্যই দরকার। কিন্তু তার মানে কিন্তু এটা নয় নিজের মানবতা কেও বিসর্জন দিয়ে শুধু নিজের ভালো থাকা নিয়েই ভাবতে হবে।
– ওয়ারসি পরিবার

বিশেষ সতর্কবার্তা – করোনা মোকাবিলায় আমাদের প্রাথমিক কর্তব্য

 

সুধী প্রিয়জনেরা,
“ওয়ারসি পরিবার” এর পক্ষ থেকে সকলকে জানানো হচ্ছে যে আজ পৃথিবীতে যে মহামারী ‘করোনা ভাইরাস’ ছড়িয়ে পড়েছে তার থেকে নিজেকে এবং পরিজনদের সুরক্ষিত রাখার জন্যে আমাদের কিছু প্রাথমিক কর্তব্য সতর্কতার সাথে পালন করা উচিৎ।
তাই সকলের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা সকলে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সকল নির্দেশিকা নিয়ম মত মেনে চলুন, সজাগ থাকুন, সুস্থ থাকুন এবং সর্বোপরি ঘরে থাকুন। ঘরে থাকলেও নিজেদের মধ্যে শারিরক দূরত্ব বজায় রাখুন এবং ডাক্তার দের পরামর্শ মেনে চলুন।
এই সতর্কবার্তা নিজেও মেনে চলুন এবং অপরকেও মানতে বাধ্য করুন।
একটা কথা সকলে মনে রাখবেন, স্বয়ং ঈশ্বর সব কিছু দেখছেন এবং পরীক্ষাও নিচ্ছেন, তাই আমাদের সচেতনতা এবং সতর্কতা এই সমাজের আয়ু বৃদ্ধিতে সাহায্য করবে।

ইয়া ওয়ারিস । আল্লা ওয়ারিস । হক ওয়ারিস ।

আপনাদের সেবায়-
ওয়ারসি পরিবার
(একটি দাতব্য প্রতিষ্ঠান)
রেজি নং- ০১০২২/২০১৪
www.warshipariwar.com

‘করোনা ভাইরাস’- মহামারির পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে ওয়ারসি পরিবার

বিশেষ কর্মসুচি:

‘করোনা ভাইরাস- মহামারি’ এর জেরে রাজ‍্য, দেশ তথা গোটা পৃথিবী যে বিপর্যয়ের কবলে পরেছে। “ওয়ারসি পরিবার” প্রত‍্যেক বারের মতো এই বার ও মানুষের পাসে দারিয়েছে, মানুষের সেবায় মগ্ন।
“ওয়ারসি পরিবারের” পক্ষ থেকে এই পরিস্থিতির কবলে পরা অসহায় মানুষদের উদ্দেশ‍্যে চাল, ডাল, আলু, পিয়াজ, বিস্কুট, দূধ ইত‍্যাদি সামগ্রী বিতরণ করা হচ্ছে। বিতরণ প্রকৃয়া মহামারির সতর্ক র্বাতা মেনেই করা হচ্ছে।
পরম গুরুর কাছে আমাদের একটাই আবদার, তিনি যেন ভারতবর্ষ তথা গোটা পৃথিবীকে রক্ষা করেন এই মহামারি- করোনা ভাইরাসের থেকে।

ইয়া ওয়ারিস। আল্লা ওয়ারিস। হক ওয়ারিস।

আপনাদের সেবায়-
ওয়ারসি পরিবার
(একটি দাতব‍্য প্রতিষ্ঠান)
রেজিঃ নং – 01022/2014
www.warshipariwar.com

পরিবারের বার্তা। বিষয়ঃ করোনা ভাইরাস মহামারি

আমি শ্রী অরুন শাসমল ওয়ারসি, সেটেলার, ওয়ারসি পরিবার (একটি দাতব্য প্রতিষ্ঠান), একজন অতি সাধারণ মানুষ, আমার শিক্ষাগত যোগ্যতা কিছুই নেই । কারণ আমি স্কুলে যেতে পারিনি । কিন্তু আমি একটা বই পড়েছি, নিজের জীবনের বই।
আট বছর বয়স থেকে নিজেকে দেখেছি আর অপর মানুষ কে দেখেছি, তাতে বুঝলাম আমরা কোথায় হারিয়ে যাচ্ছি!
আমরা দেখছি “করোনা ভাইরাস”, এটাতো একটা ছোট্ট ভাইরাস, এটা আমরা এক সময় সরিয়ে ফেলবো। কিন্তু আমাদের মধ্যে যে “অমানবিকতার ভাইরাস” রয়েছে সেটাকে কিভাবে সরাবো তা বুঝে উঠতে পারছি না। তাই ভগবান, আল্লাহ, মালিক -এর নিকট প্রার্থনা করি, আমরা অনেক ভুল করেছি, আমাদের ক্ষমা করে দিন।
তাহলে আসুন আমরা ২৪ ঘন্টার মধ্যে ৫ মিনিট ভগবান, আল্লাহ, মালিক -এর নিকট প্রার্থনা করি, আপনি সর্বশক্তিমান, আপনি আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তি দিন, তাহলে সবাই মুক্তি পেতে পারি।
আমার ভাবনা প্রকাশ করছি, ঈশ্বর কে পূজা দিলে ঈশ্বর খুশি হয় না, মানুষ কে পূজা দিলে ঈশ্বর খুশি হয়। আমি একজন অতি সাধারণ মানুষ, আমার জীবনে আমি ১০০ টাকা রোজগার করলে, ৯০ টাকা সামাজিক কাজে খরচ করি। এই ভাবনার মধ্য দিয়ে আমাদের “ওয়ারসি পরিবার” দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আমরা এই সময় অসহায় মানুষকে কিছু খাদ্য-দ্রব্য দিয়ে সহযোগিতা করার সিধান্ত গ্রহন করেছি।
আমরা রোজ মন্দিরে পূজা দিই কিন্তু আমার কাছে মানুষকে অন্ন যোগান দেওয়াটাই পূজা। আমার কাছে ভয় বলে কিছু নেই। আমার মনের ঈশ্বর বলছে – আমার তো মৃত্যু আছে তাহলে ভয় কিসের? পরম মালিক আমার গুরু তো সাথে আছেন।
অনেক মানুষ ভাবছেন যে, এই সময়ে যদি কিছু করতে পারতাম তাহলে ধন্য হতে পারতাম। তাদের বলব আমাদের সাথে সহযোগিতা করুন ।
আমার পরম মালিক, পরম ঈশ্বর, পরম আল্লাহ -র পায়ে আমাদের জীবন উৎসর্গ করে আমরা পথে নামছি, হে মালিক আপনি আমাদের রক্ষা করুন ।
ইয়া ওয়ারিস, আল্লাহ ওয়ারিস, হক্ ওয়ারিস ।।
সমাজের কাছে অনুরোধ আমাদের কে ভুল বুঝবেন না ।
যোগাযোগ – ৯৮৭৪৪৪৩৪৭৭

How to Calculate Amortization and Depreciation on an Income Statement The Motley Fool

Depreciation impacts the company’s growth by reducing capital expenditures’ cash outflow, such as PP&E or acquisitions. We are moving beyond the accounting measure of depreciation to the financial accounting for depreciation. In finance, when a company buys a long-term asset, the asset should be capitalized instead of expensed in the period the company bought the asset. In the operating activities section of the cash flow statement, add back expenses that did not require the use of cash. Understanding how depreciation impacts the income statement is crucial for investors and analysts when evaluating a company’s financial health and performance over time.

  • Physical assets, such as machines, equipment, or vehicles, degrade over time and reduce in value incrementally.
  • Showing depreciation in this way allows the reader to see the full value of the assets and the decrease in value, with the resulting book value.
  • Depreciation on the income statement is for one period, while depreciation on the balance sheet is cumulative for all fixed assets still held by an organization.
  • Depreciation is the systematic allocation of an asset’s cost to expense over the useful life of the asset.

Depreciation plays a large role in determining a company’s profitability because of the impact on the income statement, balance sheet, and cash flow statement. Depreciation directly impacts the balance sheet as it reduces the asset’s value. rent receipt templates The asset’s original cost is gradually transferred to an accumulated depreciation account, lowering the asset’s book value. This, in turn, affects the company’s total assets, shareholders’ equity, and overall financial position.

The expense for the time (usually a year) is added to the previous depreciation expense to equal accumulated depreciation. On the balance sheet, depreciation expense reduces the book value of a company’s property, plant and equipment (PP&E) over its estimated useful life. Depreciation is a non-cash expense that allocates the purchase of fixed assets, or capital expenditures (Capex), over its estimated useful life. For example, accumulated depreciation impacts the net book value of the assets. Accumulated depreciation reduces the value of that asset by subtracting the accumulated depreciation, in this case, by $112,500 after five years. There are a number of methods that accountants can use to depreciate capital assets.

Is Depreciation an Operating Expense?

Since tangible assets might have some value at the end of their life, depreciation is calculated by subtracting the asset’s salvage valueor resale value from its original cost. Depreciation impacts the cash flow statement as a cash inflow, meaning the company has no cash flow to pay for the expense. Other items, such as designing new semiconductor chips, fall under the research and development arena. For example, if Walmart buys a piece of equipment for $250,000 at the beginning of the year. The asset’s useful life has a residual value of $25,000, with the asset’s useful life expected at ten years. Based on using straight-line depreciation, Walmart will have a depreciation expense each year of $22,500.

It also added the value of Milly’s name-brand recognition, an intangible asset, as a balance sheet item called goodwill. From its core operations before the impact of capital structure, leverage, and non-cash items such as depreciation are taken into account. You then add this amount to your business income tax form, depending on your business type. This course includes step-by-step video instructions, samples and fill-in-the-blank templates for both a one page business plan and a full length business plan. Because these regulations change from time to time and can be tedious to follow, I’d simply forget about them until tax time and let my accountant do the reading of the fine print. The only exception would be if I were in an extremely capital-intensive business and the treatment of deprecation would have a significant impact on my investment decisions.

Depreciation in Your Business Tax Documents

They include straight-line, declining balance, double-declining balance, sum-of-the-years’ digits, and unit of production. We’ve highlighted some of the basic principles of each method below, along with examples to show how they’re calculated. The method records a higher expense amount when production is high to match the equipment’s higher usage. A declining balance depreciation is used when the asset depreciates faster in earlier years. To do so, the accountant picks a factor higher than one; the factor can be 1.5, 2, or more.

The depreciation expense for these assets might be higher or lower in some years. In these cases, the depreciation expense for each year is based on the units of production or units of output generated by the asset. When a long-term asset is purchased, it should be capitalized instead of being expensed in the accounting period it is purchased in. When an asset has been fully depreciated, it is considered to be “off the books” of the company.

Is Depreciation Expense an Asset or Liability?

At the end of each year, record the depreciation expense for the year and the increase in accumulated depreciation. Your software program adds up the information about all assets for the “Asset” side of your business balance sheet. When depreciation expenses appear on an income statement, rather than reducing cash on the balance sheet, they are added to the accumulated depreciation account. It is accounted for when companies record the loss in value of their fixed assets through depreciation. Physical assets, such as machines, equipment, or vehicles, degrade over time and reduce in value incrementally. Unlike other expenses, depreciation expenses are listed on income statements as a “non-cash” charge, indicating that no money was transferred when expenses were incurred.

Depreciation on Your Balance Sheet

When depreciation expense increases, operating income decreases, which in turn lowers net income. This can impact a company’s financial ratios such as return on assets (ROA) and earnings per share (EPS). While it might seem counterintuitive that recording a lower asset value could be beneficial for your business’s finances, properly accounting for depreciation is actually crucial for accurate financial statements. It also helps with forecasting future expenses related to maintaining or replacing assets as they near the end of their useful lives. Depreciation recapture is a provision of the tax law that requires businesses or individuals that make a profit in selling an asset that they have previously depreciated to report it as income.

What is depreciation expense?

Useful life refers to how long an asset will provide economic benefits to a company before it needs replacing or disposing. Continuing to use our example of a $5,000 machine, depreciation in year one would be $5,000 x 2/5, or $2,000. In closing, the net PP&E balance for each period is shown below in the finished model output. Here, we are assuming the Capex outflow is right at the beginning of the period (BOP) – and thus, the 2021 depreciation is $300k in Capex divided by the 5-year useful life assumption. For the depreciation schedule, we will use the “OFFSET” function in Excel to grab the Capex figures for each year.

Free Financial Statements Cheat Sheet

Conceptually, depreciation is the reduction in the value of an asset over time due to elements such as wear and tear. Here are a few things you should know when calculating depreciation for your company’s assets. Amortization is how you measure the loss in value of an intangible asset’s expense.

Cloth Distribution Ceremony 15/10/2018

মহা ষষ্ঠীর সন্ধ্যায় মধ্যমগ্রাম দোহাড়িয়ায় ওয়ারশি পরিবার পক্ষ থেকে বস্ত্রবিতরন করা হল। মালিকের কৃপায় এক মনোরম এই অনুষ্ঠানে আমরা উপস্থিত থেকে খুব আনন্দ লাভ করলাম।
#YaWaris