পরিবারের বার্তা। বিষয়ঃ করোনা ভাইরাস মহামারি

আমি শ্রী অরুন শাসমল ওয়ারসি, সেটেলার, ওয়ারসি পরিবার (একটি দাতব্য প্রতিষ্ঠান), একজন অতি সাধারণ মানুষ, আমার শিক্ষাগত যোগ্যতা কিছুই নেই । কারণ আমি স্কুলে যেতে পারিনি । কিন্তু আমি একটা বই পড়েছি, নিজের জীবনের বই।
আট বছর বয়স থেকে নিজেকে দেখেছি আর অপর মানুষ কে দেখেছি, তাতে বুঝলাম আমরা কোথায় হারিয়ে যাচ্ছি!
আমরা দেখছি “করোনা ভাইরাস”, এটাতো একটা ছোট্ট ভাইরাস, এটা আমরা এক সময় সরিয়ে ফেলবো। কিন্তু আমাদের মধ্যে যে “অমানবিকতার ভাইরাস” রয়েছে সেটাকে কিভাবে সরাবো তা বুঝে উঠতে পারছি না। তাই ভগবান, আল্লাহ, মালিক -এর নিকট প্রার্থনা করি, আমরা অনেক ভুল করেছি, আমাদের ক্ষমা করে দিন।
তাহলে আসুন আমরা ২৪ ঘন্টার মধ্যে ৫ মিনিট ভগবান, আল্লাহ, মালিক -এর নিকট প্রার্থনা করি, আপনি সর্বশক্তিমান, আপনি আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তি দিন, তাহলে সবাই মুক্তি পেতে পারি।
আমার ভাবনা প্রকাশ করছি, ঈশ্বর কে পূজা দিলে ঈশ্বর খুশি হয় না, মানুষ কে পূজা দিলে ঈশ্বর খুশি হয়। আমি একজন অতি সাধারণ মানুষ, আমার জীবনে আমি ১০০ টাকা রোজগার করলে, ৯০ টাকা সামাজিক কাজে খরচ করি। এই ভাবনার মধ্য দিয়ে আমাদের “ওয়ারসি পরিবার” দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আমরা এই সময় অসহায় মানুষকে কিছু খাদ্য-দ্রব্য দিয়ে সহযোগিতা করার সিধান্ত গ্রহন করেছি।
আমরা রোজ মন্দিরে পূজা দিই কিন্তু আমার কাছে মানুষকে অন্ন যোগান দেওয়াটাই পূজা। আমার কাছে ভয় বলে কিছু নেই। আমার মনের ঈশ্বর বলছে – আমার তো মৃত্যু আছে তাহলে ভয় কিসের? পরম মালিক আমার গুরু তো সাথে আছেন।
অনেক মানুষ ভাবছেন যে, এই সময়ে যদি কিছু করতে পারতাম তাহলে ধন্য হতে পারতাম। তাদের বলব আমাদের সাথে সহযোগিতা করুন ।
আমার পরম মালিক, পরম ঈশ্বর, পরম আল্লাহ -র পায়ে আমাদের জীবন উৎসর্গ করে আমরা পথে নামছি, হে মালিক আপনি আমাদের রক্ষা করুন ।
ইয়া ওয়ারিস, আল্লাহ ওয়ারিস, হক্ ওয়ারিস ।।
সমাজের কাছে অনুরোধ আমাদের কে ভুল বুঝবেন না ।
যোগাযোগ – ৯৮৭৪৪৪৩৪৭৭